Tripura : পহেলা বৈশাখের মাছ, মাংস এবং মিষ্টির বাজারে ভোজনরসিক মানুষদের উপচে পড়া ভিড়
আজ বাংলা নববর্ষ ১৪৩০। শনিবার সারা ভারতজুড়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩০। এদিন ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যে ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩০। শনিবার সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে গনেশ পুজোর আয়োজন করেন। আবার কেউ কেউ আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ন মন্দিরসহ অন্যান্য মন্দিরে হালখাতার পুজো দিয়ে বাংলা নতুন বছরে নতুনভাবে ব্যবসার সূচনা করেন। তাই শনিবার সকাল থেকে মন্দিরে মন্দিরে পূর্ন্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে বাংলা নববর্ষ বছরের প্রথম দিন ভালো খাবার খেতে হয় ও নতুন জামা কাপড় পরতে হয়। তাই যে যার সাধ্য মত জামা কাপড় আগে থেকে কিনেন এবং পহেলা বৈশাখের প্রথম দিন মাছ, মাংস থেকে শুরু করে মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শনিবার আগরতলার মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, লেক চৌমুহনী বাজার,মঠ চৌমুহনী বাজার সহ অন্যান্য বাজারগুলিতে মাছ, মাংস এবং মিষ্টির দোকানগুলিতে ভোজনরসিক মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?