Tripura : গাঁজা সহ পুলিশের জালে দুই মহিলা গাঁজা পাচারকারী : U Bangla TV

Tripura : গাঁজা সহ পুলিশের জালে দুই মহিলা গাঁজা পাচারকারী : U Bangla TV

Jun 14, 2024 - 15:58
 0  5

২৬ কেজি শুকনো গাঁজা সহ পুলিশের জালে দুই মহিলা গাঁজা পাচারকারী! 

উত্তর ত্রিপুরা জেলা দামছড়া থানাধীন নরেন্দ্রনগর পুলিশের নাকা চেকপোস্টে সন্দেহভাজন দুই মহিলা গাঁজা পাচারকারীকে আটক করা হয়। ধৃত গাঁজা পাচারকারী মহিলারা বহিঃ রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশ করতেই পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ধৃত দুই মহিলা গাঁজা পাচারকারীর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় একটি মামলা দায়ের করে এই গাঁজা পাচারে তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের আওতায় ধৃত দুই গাঁজা পাচারকারী মহিলাদের পরিচয় এবং তারা কিভাবে এত পরিমাণ গাঁজা বহন করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সন্দেহ করছে যে, ধৃত দুই গাঁজা পাচারকারী মহিলারা কোনও বৃহত্তর মাদক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। এই অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা পুলিশের ভূমিকার প্রশংসা করছে। পুলিশ জনগণের সহযোগিতা কামনা করছে যাতে মাদক সংক্রান্ত অপরাধসমূহ সম্পূর্ণরূপে নির্মূল করা যায় ত্রিপুরা থেকে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow