Kolkata : প্রায় শেষের পথে তৃতীয় ধাপের কাজ : U Bangla TV

Kolkata : প্রায় শেষের পথে তৃতীয় ধাপের কাজ : U Bangla TV

Jun 13, 2024 - 16:35
 0  4

রায় শেষের পথে তৃতীয় ধাপের কাজ 

শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে দ্বিতীয় ধাপ কাজ সম্পন্ন হওয়ার পর এবার তৃতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে। এই তৃতীয় ধাপের কাজ সম্পন্ন হলেই শিয়ালদার প্রত্যেকটি স্টেশনে ১২ কোচের ট্রেন চালানো সম্ভব হবে।

যে কাজগুলো তৃতীয় ধাপে করা হচ্ছে 
দম দম প্রান্তে প্ল্যাটফর্ম নং 1 এবং 2 এর সম্প্রসারণ - 52 মিটার করার কাজ চলছে

* প্ল্যাটফর্মের প্রাচীরের ইটের কাজ, কপিং স্ল্যাব ঠিক করা, প্ল্যাটফর্মের মেঝেতে কংক্রিট করা সম্পন্ন হয়েছে। চেকার্ড টাইলস, ট্যাকটাইল এবং কোটা পাথর বসানোর কাজ চলছে। 
দম দম প্রান্তে প্ল্যাটফর্ম নং 3 এবং 4 এর সম্প্রসারণ - 52 মিটার
দম দম প্রান্তে প্ল্যাটফর্ম নং 4 এবং 5 এর সম্প্রসারণ - 55 মিটার*
প্ল্যাটফর্ম নং 1, 2 এবং 3 এর সামনে একটি নতুন কনকোর্স এবং প্রবেশ/প্রস্থান গেট স্থাপন করা হবে। এতে স্থান অপ্টিমাইজ করতে এবং যাত্রী প্রবাহ বাড়াতে খাবারের স্টল এবং অফিসগুলি স্থানান্তর/স্থানান্তর করা হবে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow