Tripura : লোকসভা আসনের নির্বাচনের আগেই তিপ্রামথা দলে ভাঙ্গন
Tripura : লোকসভা আসনের নির্বাচনের আগেই তিপ্রামথা দলে ভাঙ্গন
তিপ্রামথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে ত্রিপুরার জনজাতি অংশের মানুষরা ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা তলে সামিল হচ্ছে। উল্লেখ্য থাকে, খোয়াই ত্রিপুরা জেলা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই এলাকায় হদ্রাই কমিউনিটি হলে এক সভা হয়। এদিনের এই সভাতে ৪২ পরিবারের ১০৯ জন ভোটার তিপ্রামথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের বিজেপি দলে গেরুয়া পতাকা দিয়ে বরন করে নেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাছাড়া এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিজেপি নেতৃত্ব নিতীন কুমার সাহা, নন্দন রায় সহ অন্যান্যরা নেতৃত্ব'রা। এদিনের এই সভাতে উপস্থিত থেকে বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, সারা ত্রিপুরার জনজাতি মানুষদের মধ্যে এখন একটাই আওয়াজ উঠেছে, যারা ভারতীয় জনতা পার্টির দলের বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে।ত্রিপুরার জনজাতি মানুষরা বুঝতে পারছে গ্রেটার তিপ্রাল্যান্ড কখনোই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে সম্ভব নয়। তাছাড়া তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন এখন নিজেও গ্রেটার তিপ্রা ল্যান্ডের কথা বলেন না। #breakingnews #newstoday #banglanews #tripura #tripuranews #teliamura #todaybreaking #newslive #viralnews @ubanglatvofficial
What's Your Reaction?