Tripura : কুখ্যাত ডাকাত সর্দার পুলিশের জালে : U Bangla TV
Tripura : কুখ্যাত ডাকাত সর্দার পুলিশের জালে : U Bangla TV
হাতিয়ার সহ নাজিম উদ্দিন নামে ৩৩ বছরের এক কুখ্যাত ডাকাত দলের সর্দারকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলো উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তার পিতার নাম কুটিচান মিয়া, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে। এই বিষয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ত্রিপুরার বিভিন্ন থানা এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত নাজিম উদ্দিন নামে এক কুখ্যাত ডাকাতকে গত ২৯ মার্চ ভোরে বাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গানগর এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃত ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিনকে আটক করার সময় সে আগ্নেয়াস্ত্র থেকে পুলিশকে গুলি ছুঁড়ে এবং পুলিশ নিজেদের রক্ষায় শূন্যে গুলি ছুঁড়ে। শেষ পর্যন্ত কুখ্যাত ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিনকে দুটি বন্দুক, রামদা, কাটার ইত্যাদি ধারালো অস্ত্র সহ আটক করে পুলিশ। ওইদিন ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিন সংশ্লিষ্ট ওই এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে যায়। তাকে আটক করতে গেলে অন্য এক ডাকাত পালিয়ে যায়। এই ডাকাত বর্তমানে আটক হওয়ায় ধর্মনগর সহ গোটা ত্রিপুরার মানুষ এখন কিছুটা হলেও শান্তি পাবেন। এই ডাকাতির ঘটনায় বাগবাসা থানার পুলিশ আইপিসি ১২০(বি)/৩৯৯/৪০০/৩৫৩/৩২৫/৩০৭/৫০৬ ধারা সহ অস্ত্র আইনের ২৫(১-বি)/২৭(২) ধারায় বাগবাসা থানায় ৬ নম্বরে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃত কুখ্যাত ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিনকে ধর্মনগরে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাতে ত্রিপুরার অন্যান্য থানা থেকে তদন্তকারী পুলিশ অফিসাররা ধর্মনগরে আসছেন বলে সূত্রের খবর।
What's Your Reaction?