Tripura : শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দশ দিন ধরে নিখোঁজ জামাতা : U Bangla TV
Tripura : শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দশ দিন ধরে নিখোঁজ জামাতা : U Bangla TV
জানা য়ায় , অসমের করিমগঞ্জ রেল কলোনি এলাকার বাসিন্দা ৩২ বছরের রাহুল ধর বিগত বেশ কয়েক বছর পূর্বে ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট থানাধীন কুমারঘাট পুর পরিষদের অন্তর্গত কেনরোড এলাকার স্থানীয় বাসিন্দা মানিক দেবের মেয়ে লক্ষ্মী দেবকে সামাজিক ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করে । বিয়ের কয়েক বছর পর তাদের পরিবারে একটি কন্যা ও পুত্র সন্তান জন্ম হয়। প্রায়ই স্বামী-স্ত্রী অসমের করিমগঞ্জ থেকে ত্রিপুরার কুমারঘাট শ্বশুরবাড়িতে বেড়াতে আসতো। উল্লেখ্য, গত ১লা ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে স্বামী রাহুল ধর ত্রিপুরা কুমারঘাট শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ ব্যাপারে নিখোঁজ স্বামী রাহুল ধরের স্ত্রী লক্ষ্মী দেব তার স্বামী নিখোঁজ হবার দুদিন পর সোমবার কুমারঘাট থানাতে একটি মিসিং ডায়েরী করেন । অবশেষে, রাহুল ধরের ভাই-বোন মিলে তার নিখোঁজ হবার তিন দিনের মাথায় কুমারঘাট থানাতে ফের মিসিং ডায়েরি করেন। এব্যাপারে নিখোঁজ রাহুল ধরের ভাই-বোন ও এলাকাবাসী সবাই মিলে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বলেন, রাহুল ধর নিখোঁজ হওয়ার পেছনে তার শ্বশুরবাড়ির লোকজনরা জড়িত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল ধরের বাবা, ভাই-বোন, ক্লাব, সংস্থা ও সমাজসেবিরা মিলে রাহুল ধরের শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয় এক এলাকাবাসীর বিরুদ্ধে কুমারঘাট থানাতে মোট চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের নাম হলো শ্বশুর মানিক দেব, শ্বাশুরি ঊষা দেব, স্ত্রী লক্ষ্মী দেব, এবং শিশির দেবনাথ। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?