Malda : র্যাম্প শো দেখতে রেল পার্কে ভিড় : U Bangla TV
Malda : র্যাম্প শো দেখতে রেল পার্কে ভিড় : U Bangla TV
সানসাইন দিবা সংস্থার উদ্যোগ এবং ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকারের সহযোগিতায় রেম্প ফ্যাশন শোয়ের ফাইনাল প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। এদিন রাতে মালদা রেল পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট বারোশো প্রতিযোগী আবেদন জানিয়েছিল এই প্রতিযোগিতায়। এর মধ্যে বাছাই করা হয়েছিল ৩৬ জন প্রতিযোগীকে।মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং দুর্গাপুরে অডিশনের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে বাছাই করার পর কলকাতায় হয় সেমিফাইনাল পর্ব। রবিবার রাতে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় মালদা জেলার ঝলঝলিয়া রেল পার্কে। ফাইনালে জেলা এবং ভিন জেলা থেকে মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। রেম্প শোয়ের মধ্য দিয়ে প্রতিযোগীদের বাছাই করেন বিচারক মন্ডলী। প্রথম হয় হুগলির পূজা দাস, দ্বিতীয় হাওড়ার অঞ্জু পান্ডে এবং তৃতীয় স্থান অধিকার করেন চব্বিশ পরগনার ঋত্বিকা পাল। তাদের হাতে আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস, ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন দাস,শো ডিরেক্টর আর ডি রক্স, জয়দেব গুহ সহ অন্যান্য অতিথিরা। এদিন রেম্প শো দেখতে মালদা রেল পার্কে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। মালদায় নতুন ধরনের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যুবতীরা আগামী দিনে আরো সাফল্য পাবে বলে আশা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
What's Your Reaction?