Tripura : কাঠ বোঝাই বাইক উদ্ধার করতে সক্ষম বনকর্মীরা : U Bangla TV
Tripura : কাঠ বোঝাই বাইক উদ্ধার করতে সক্ষম বনকর্মীরা : U Bangla TV
গোপন খবরের ভিত্তিতে গোমতী ত্রিপুরা জেলা কাকড়াবন বনদপ্তরের কর্মীরা কাঠ পাচারকারীদের ধরার জন্য রাস্তায় উৎ পেতে বসে থাকে। তখনই বনদপ্তরের কর্মীরা দেখতে পায় গঙ্গাছড়া বাজারে এক কাঠ পাচারকারী বাইক নিয়ে কাঠ সমেত দ্রুত বেগে ছুটছে। সেই সময় কাঠ বোঝাই বাইকটিকে দেখা মাত্রই বাইকটির পেছন পেছন ধাওয়া করে বনদপ্তরের কর্মীরা। পরবর্তী সময় এমবিটিলা বাজার হয়ে মির্জা বাজার হয়ে রানী বিট এলাকা ঘুরে তুলামুড়া বিট এলাকা ঘুরে আবার মির্জা বাজার হয়ে কেরানী খামার এলাকাতে গিয়ে কাঠ বোঝাই বাইকটিকে আটক করতে সক্ষম হয় বনদপ্তরের কর্মীরা। তবে, কাঠ পাচারকারী বনদপ্তরের কর্মীদের ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বনদপ্তরের কর্মীরা পাঁচ ফুট চেড়াই কাঠ ও একটি নাম্বার বিহীন বাইক আটক করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত কাঠ পাচারকারীকে আটক করার জন্য বনদপ্তরের কর্মীদের তল্লাশি জারি রয়েছে বলে জানা গিয়েছে।#tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?