দ্বিতীয় দফায় ভারত-বাংলাদেশ সীমান্ত হাট খুলতেই শত শত মানুষের ভিড়| U Bangla TV

May 10, 2023 - 13:46
 0  1

করোনা মহামামির জন্য দক্ষিণ ত্রিপুরা জেলা ভারত-বাংলাদেশ সীমান্ত শ্রীনগর ছাগল নাইয়া সীমান্ত হাট বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ তিনমাস পর পুনরায় আবার সেই হাট চালু হলো। এই সীমান্ত হাটে  শ্রীনগর এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে থেকে প্রয়োজনীয় পরিচয় পত্র দিয়ে ভারতের পক্ষ থেকে বারোশো  লোককে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ছাগল নাইয়া সীমান্ত হাট এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসরত বারোশো লোককে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় সীমান্ত হাটে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় এই সীমান্ত হাটটি চালু হওয়ায় সীমান্তবর্তী এলাকায় ভারত-বাংলাদেশ দু'দেশের জনগণের মধ্যে খুশির হাওয়া পরিলক্ষিত করা যায়। এদিনের সীমান্ত হাটে বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা প্রচুর সংখ্যক রকমারি সামুদ্রিক মাছ ও বাংলাদেশ থেকে নিয়ে আসা ইলিশ মাছ নিয়ে ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসে। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও দোকানদাররা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে দোকান সাজিয়ে বসে। ভারত-বাংলাদেশ
দু'দেশের জনগণের মেলবন্ধনে এদিন শ্রীনগর সীমান্ত হাট পুনরায় চালু হওয়ায় খুশি লক্ষ্য করা যায় সীমান্তবর্তী এলাকার বসবাসকারী জনগণদের মধ্যে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow