Tripura : এবার মদের কাউন্টার বন্ধের দাবিতে আন্দোলন : U Bangla TV
Tripura : এবার মদের কাউন্টার বন্ধের দাবিতে আন্দোলন : U Bangla TV
এবার মদের কাউন্টার বন্ধের দাবিতে আন্দোলনে সিপাহীজলা ত্রিপুরা জেলা তৈবান্দাল গ্রামের জনজাতি অংশের মানুষরা!ত্রিপুরায় একদিকে চলছে নেশা বিরোধী অভিযান ,নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান। আর, অন্যদিকে দেদার হারে ত্রিপুরার আনাচে-কানাচে গড়ে উঠেছে বিলেতি মদের কাউন্টার। সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়ার জনজাতি অধ্যুষিত উত্তর তৈবান্দালে এমনই এক মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষজন। স্কুল ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বিলেতি মদের কাউন্টার খোলা যাবে না কোন ভাবেই। দাবি জনজাতি অংশের মানুষজনের। স্থানীয় জনপ্রতিনিধিদের মদের কাউন্টার বন্ধের দাবিতে বহু দিন যাবৎই আপত্তি জানিয়ে আসছিল সোনামুড়ার ধনপুর বিধানসভা কেন্দ্রের উত্তর তৈবান্দাল গ্রামের জনজাতি অংশের মানুষজন। কিন্তু, গ্রামের মানুষজনের কোন কথা, কোন দাবিই মানতে নারাজ জনপ্রতিনিধিরা। যার ফলে বাধ্য হয়ে, গ্রামের জনজাতি অংশের মানুষরা সবাই একত্রিত হয়ে গত ১৯ শে ডিসেম্বর সিপাহীজলা ত্রিপুরা জেলার জেলাশাসকের নিকট দ্বারস্থ হয়ে স্মারকলিপি প্রদান করেছিল। কিন্তু, তারপরেও কোন কাজ হয়নি। অবশেষে, মদের কাউন্টার বন্ধের দাবিতে নিরুপায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন। ক্ষুব্ধ জনজাতি অংশের মানুষজনের অভিযোগ, শাসক দল বিজেপির স্থানীয় এক জনজাতি নেতাকে মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে, গোমতী ত্রিপুরা জেলার উদয়পুর কিল্লা এলাকার বীরেন্দ্র মোহন জামাতিয়া ও এলাকারই সন্তোষ মোহন মুড়াসিং নামের দুই সহযোগী এই মদের দোকান খুলে বসতে যাচ্ছেন। সাংবাদিকদের সামনে জনজাতি মানুষরা এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন। #tripuranews #tripura #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?