Tripura : বিনা নোটিশে দোকানঘর ভেঙ্গে দেওয়ায় ক্ষতিগ্রস্ত দোকানদাররা
Tripura : বিনা নোটিশে দোকানঘর ভেঙ্গে দেওয়ায় ক্ষতিগ্রস্ত দোকানদাররা
ঘটনার বিবরনে জানা যায় যে, শনিবার হঠাৎ করে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর মহকুমা শাসকের তরফ থেকে কৈলাসহর ভগবান নগর জেলা হাসপাতালের সামনে মাইকিং করা হয় যে হাসপাতালের সামনে সরকারি জায়গাতে যে সমস্ত দোকানঘর রয়েছে সেগুলি ২৪ ঘন্টার ভিতরে তুলে নিয়ে যাওয়ার জন্য দোকান মালিকদের প্রতি নির্দেশ জারি করেন কৈলাসহর মহকুমা শাসক। মহকুমা শাসকের এই নির্দেশের ভিত্তিতে মাইকিং করে ব্যবসায়ীদের জানানো হয় ২৪ ঘন্টার মধ্যে দোকানঘর তুলে নেওয়ার জন্য। ২৪ ঘন্টার মধ্যে যদি দোকান তুলে না নেওয়া হয় তাহলে প্রশাসন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। কৈলাসহর মহকুমা শাসকের এই মাইকিং করার পর কৈলাসহর জেলা হাসপাতালের সামনে অসহায় গরিব ক্ষুদ্র ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে পড়েছেন। রবিবার সকাল ১১ টার সময় ২২ জন ব্যবসায়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রশাসন সরকারি জায়গা থেকে দোকান ভেঙ্গে সরাবে ঠিক। কিন্তু, অসহায় দরিদ্র ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে যাবে। অসহায় ব্যবসায়ীরা বলেন, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং ত্রিপুরা সরকার জন্য ব্যবস্থা গ্রহণ করে, অন্য জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা করে দিয়ে তাদের দোকান উচ্ছেদ করুক তাহলে ব্যবসায়ীদের লোকসান হবে না। মহকুমা প্রশাসনের তরফ থেকে অসহায় ব্যবসায়ীদের কোন নোটিশ দেওয়া হয়নি। কিন্তু, হঠাৎ করে দোকান ২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করা হবে এই ঘোষণায় ব্যবসায়ীরা হতাশাগ্রস্থ। ব্যবসায়ীরা জানান, তাদের কিছু সময় দেওয়া হোক, না হলে অন্য জায়গায় তাদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হোক। ২২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিবারের লোক সংখ্যা প্রায় ১০০ অধিক। তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান হঠাৎ করে উচ্ছেদ করা হলে ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিবারগুলির ১০০ জন লোক না খেয়ে মরতে হবে বলে অসহায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। অসহায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিংকু রায় সহ ঊনকোটি ত্রিপুরা জেলার জেলাশাসক এবং কৈলাসহর মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে তাদের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে না নেওয়ার জন্য। #breakingnews #newstoday #newslive #tripura #tripuranews #banglanews #todaybreaking #viralvideo @ubanglatvofficial
What's Your Reaction?