Tripura : পাঁচ কেজি করে চাল বিতরণ করার ঘোষণা : U Bangla TV

Tripura : পাঁচ কেজি করে চাল বিতরণ করার ঘোষণা : U Bangla TV

Jan 30, 2024 - 17:51
 0  9

ত্রিপুরার সকল রেশন কার্ডধারী পরিবারকে দুই মাস অতিরিক্ত বরাদ্দ হিসাবে পাঁচ কেজি করে চাল বিতরণ করার ঘোষণা ত্রিপুরা সরকারের! মঙ্গলবার আগরতলা মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরা সরকার একটি বিশেষ উদ্যোগ হিসাবে গণবণ্টন ব্যাবস্থার মাধ্যমে ত্রিপুরার প্রায় ৯ লক্ষ ৭৬ হাজার সকল রেশন কার্ডধারী পরিবারকে (অন্তুদয়, প্রায়োরিটি হাউজহোল্ড, টাইড ওভার বা এপিএল, অন্তুদয় ব্রু ) এককালীন দুই মাস -ফেব্রুয়ারি এবং মার্চ ২০২৪ প্রতিমাসে কার্ড প্রতি পাঁচ কেজি হারে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। আগরতলা অরুন্ধতিনগর খাদ্য গুদামে নিযুক্ত ২৬ জন মহিলা ক্লিনারের দৈনিক মজুরির পরিমাণ ১৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০৬ টাকা করা হয়েছে। ত্রিপুরায় ৫১ টি মোট আরো নতুন ন্যায্য মূল্যের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। পাশাপাশি সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে গোমতী ডেয়ারি ফার্ম উৎপাদিত দুগ্ধ জাত সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার , সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow