Tripura | এবার পুলিশ নয়, বিএসএফ জওয়ানের গুন্ডাগিরি এক অসহায় ব্যবসায়ীর উপর | U Bangla TV
Tripura | এবার পুলিশ নয়, বিএসএফ জওয়ানের গুন্ডাগিরি এক অসহায় ব্যবসায়ীর উপর | U Bangla TV
ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার বিকেলে সিপাহীজলা ত্রিপুরা জেলা কৈয়াডেপা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা একটি গাড়ি নিয়ে মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকায় আসে। পরবর্তী সময়ে নোয়াবাড়ি এলাকার খগেন্দ্র বর্ধন নামে এক ব্যক্তির দোকানে আচমকা বিএসএফ জওয়ানরা প্রবেশ করে জিজ্ঞেস করে তার দোকানের কোন ট্রেড লাইসেন্স আছে কিনা। কিন্তু, ব্যবসায়ী খগেন্দ্র বর্ধন তার সমস্ত বৈধ কাগজপত্র বিএসএফ জওয়ানদের দেখানোর পরেও তার দোকান থেকে ১৫ বস্তা চিনি এবং ক্যাশ বাক্স থেকে নগদ ১৫ হাজার টাকা নিয়ে চলে যায় বলে ব্যবসায়ী খগেন্দ্র বর্ধনের অভিযোগ। শুধু তাই নয়, বিএসএফ জওয়ানরা খগেন্দ্র বর্ধন নামে সেই ব্যবসায়ীকে বেধড়কভাবে মারধোর করে বলেও অভিযোগ। খগেন্দ্র বর্ধন নামে সেই ব্যবসায়ীর বক্তব্য, মধুপুর বাজারের প্রায় দোকানের মধ্যেই শত শত চিনির বস্তা থাকার পরেও বিএসএফ জওয়ানরা সেখানে হানা দিতে সাহস পাচ্ছে না। আর উনার ছোট্ট দোকানে ট্রেড লাইসেন্স থাকার পরেও বৈধভাবে ১৫ বস্তা চিনি বিক্রির উদ্দেশ্যে আনার পর সেগুলো নিয়ে যাই বিএসএফ জওয়ানরা। পরবর্তী সময়ে খগেন্দ্র বর্ধন নামে সেই ব্যবসায়ী বাধ্য হয়ে মধুপুর থানায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
What's Your Reaction?