South 24pgs : ঘন কুয়াশার মধ্যে গঙ্গার জলের গতি বাড়তে শুরু করেছ গভীর রাতে : U Bangla TV
South 24pgs : ঘন কুয়াশার মধ্যে গঙ্গার জলের গতি বাড়তে শুরু করেছ গভীর রাতে : U Bangla TV
দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর পুণ্য লগ্নে, মকর সংক্রান্তির স্নান করার জন্য লক্ষাধিক পুন্যার্থী পূর্ণতা অর্জনে ভিড় জমাচ্ছে গঙ্গাসাগরে। সেই গঙ্গাসাগর গভীর রাতে ঘন কুয়াশার দাপটে অন্ধকারাচ্ছন্ন। তার মধ্য থেকেও অস্ট্রেলিয়া ইলেকট্রিক লাইট আনা হয়েছে ঘন মেঘাচ্ছন্ন কুয়াশা কাটার জন্য । যাতে সাগর পথে জাহাজ বা লঞ্চে করে দুর দুরন্ত থেকে আসা তীর্থযাত্রী, তারা যেন দিকভ্রষ্ট না হয় সেই জন্য এই ব্যবস্থা। তার সাথে সাথে গঙ্গার গতি বাড়ার ফলে কপিল মুনির আশ্রমের দিকে ধেয়ে আসছে গঙ্গা। সেই পুন্যার্থীরাএকটু হলেও গঙ্গাকে স্পর্শ করার জন্য কষ্টকে ভুলে গঙ্গার নামে জয়ধ্বনি দিতে থাকে। তার সাথে প্রশাসনেরও এই সুব্যবস্থা জন্য প্রশংসা করতে থাকে তীর্থযাত্রীরা। লক্ষাদিক গঙ্গাসাগর মুখী পূর্ণার্থীদের জন্য প্রশাসনের তরফ থেকে খাদ্য ও পানীয় জলের ব্যবস্থার সাথে গঙ্গাসাগর মেলা কে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। #south24pargana #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?