Siliguri : শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ১০৬ তম বর্ষে পুনর্মিলন অনুষ্ঠান : U Bangla TV
Siliguri : শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ১০৬ তম বর্ষে পুনর্মিলন অনুষ্ঠান : U Bangla TV
শিলিগুড়ি বয়েজ হাই স্কুল নামটি অনেকের কাছেই জানা গোটা বাংলা এক নামেই জানেন এই স্কুলটিকে। অসংখ্য প্রাক্তনীরা স্কুল পাশের পর, সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করেছেন। তারা এখন অনেকেই খ্যাতো - বিখ্যাত। মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্টের পাশাপাশি পুরাতন পড়ুয়াদের খ্যাতি হতেই আরো বেশি প্রখ্যাত হয়েছে স্কুলের নাম। বিচারপতি, বিজ্ঞানী, পুলিশ, ডাক্তার সহ সাংবাদিক প্রায় সকলেই এই স্কুলের প্রাক্তন। এখন কেউ কেউ শহর শিলিগুড়িতে বসবাস করলেও কেউবা কাজের সুবাদে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ১০৬ তম বর্ষে পুনর্মিলন মাধ্যমে মেলবন্ধন ঘটলো এই পুনর্মিলন অনুষ্ঠানের মধ্য দিয়ে। দুদিনব্যাপী চলবে উৎসবে, সূচনার প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। অসংখ্য প্রাক্তনীদের পাশাপাশি বর্তমানের স্কুল পড়ুয়ারাও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে।এছাড়াও ঢাকের তালে ও এনসিসি ব্যান্ডের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা শহরের মেয়র গৌতম দেব৷ দুদিনব্যাপী পুনর্মিলন উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, প্রথম দিন বাঁশরীবাদক সৌমজিৎ ঘোষ ও পাখোয়াজ অভিজিৎ ব্যানার্জীর লাইভ ব্যান্ডের পাশাপাশি, রবিবার জয়তী চক্রবর্তী ও অঞ্জন দত্তের সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে সংগীতানুষ্ঠানের আয়োজন রয়েছে স্কুল প্রাঙ্গনে। শনিবার শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে হাশমি চক, হিলকার্ড রোড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের স্কুল প্রাঙ্গণ এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি মশাল ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালযয়ের পুনর্মিলন উৎসব ২০২৪। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?






