Purba Medinipur : বনাঞ্চলে অগ্নিসংযোগ, পুড়ে ভূষ্মিভূত বনাঞ্চল |
কিছু অসাধু ব্যক্তিদের দ্বারা বনাঞ্চলে অগ্নিসংযোগ পুড়ে ভূষ্মিভূত বনাঞ্চল। মারা গেছে বহুবন্য পাখি ও পশু। কারা অগ্নি সংযোগ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যপ্রাণীদের রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে কোলাঘাটের নাগুড়িয়া গ্রামে সচেতনতা কর্মসূচি। বনবিভাগ ও ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশনের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নগুরীয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী,এই নদীর পাড়ে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে ছোটো ছোটো বনভূমি। এই বনভূমিতে বসবাস করে বন্যপশু সহ বন্য পাখী। গত ইং ২৫ শে মে সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় কিছু অসাধু ব্যক্তি এই জঙ্গলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ । সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় নদীর ধারে বেড়ে ওঠা বনাঞ্চল। এবং এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে।
What's Your Reaction?