South 24pgs : দীর্ঘদিন ধরে বেহাল দশা : U Bangla tv

South 24pgs : দীর্ঘদিন ধরে বেহাল দশা : U Bangla tv

Dec 26, 2023 - 19:38
 0  3

স্কুলের দীর্ঘদিন ধরে বেহাল দশা, শিক্ষক শিক্ষিকার ভূমিকায় দেখা গেল শিক্ষিকার পুত্র ও পুত্রবধূকে,জয়নগর ১ নম্বর ব্লকের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে বেহাল দশা, স্কুলের শ্রেণি কক্ষ সহ সমস্ত স্কুল বিল্ডিং দেখলে মনে হবে ভুতুড়ে বাড়ি, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্কুল বিল্ডিং, স্কুলে কেবল মাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষিকা, দুজনেই অসুস্থ স্কুলের আসতে পারেন না, স্কুলের শিক্ষক ও শিক্ষিকার ভূমিকায় দেখা গেল স্কুলের বর্তমান শিক্ষিকা বাসন্তী বালা হালদারের পুত্র সনাতন হালদার ও পুত্রবধূ সরস্বতী নাইয়া কে, বর্তমানে এরাই দুজনেই স্কুলে শিক্ষকতা করেন, অভিভাবকদের দাবি স্কুলে আগে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী ছিল বর্তমানে সংখ্যা ২৫ থেকে ৩০ জন, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়ে কোন লাভ হয়নি, প্রায় ২ বছর ধরে বর্তমান শিক্ষিকা বাসন্তী বালা হালদারের পুত্র ও পুত্রবধূ বর্তমানে স্কুলে ক্লাস নেন ছাত্র ছাত্রীদের, স্কুলে মিড ডে মিলের রান্নার কাজে নিযুক্ত কর্মচারীরা ঠিক সময় বেতন পান না, ফলে সমস্যায় পড়েছেন স্কুলের মিড ডে মিলের কাজে নিযুক্ত কর্মচারীরা,স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন বর্তমানে স্কুলে একজন শিক্ষক ও শিক্ষিকা নিযুক্ত থাকলেও দুজনেই অসুস্থ হওয়ার কারণে মাঝে মধ্যে স্কুলে আসেন, স্কুলে একজন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল তিনি স্কুলে আসেননি, নতুনভাবে আবার শিক্ষক নিয়োগ করা হবে স্কুলে, আশা করি সমস্যার সমাধান হবে।বাইট, বনি সপুই "ছাত্রী"আরাধ্যা স্যাপুই "ছাত্রী"পবিত্র সরদার "ছাত্র"শান্তিপাল সরদার "অভিভাবক"মানস সরদার "প্রাক্তন ছাত্র"ঝুমাবালা সরদার " রান্নি "গোপাল সরদার "পঞ্চায়েত সদস্য"সরস্বতী নাইয়া "শিক্ষিকার বৌমা"সনাতন হালদার "শিক্ষিকার ছেলে"কৃষ্ণেন্দু ঘোষ "বিদ্যালয় পরিদর্শক" #south24pargana #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow