স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে ব্যাপক সাড়া, প্রথমদিনেই আবেদন প্রায় লক্ষাধিক পড়ুয়ার

পোর্টালে প্রবেশ করা ইউনিক ভিজিটর প্রায় ৮ লক্ষ হয়ে গিয়েছে

Jun 25, 2024 - 15:21
 0  2
1 / 1

1.

শুরু হয়েছে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ প্রক্রিয়া। আর সোমবার, প্রথমদিনেই অভূতপূর্ব সাড়া মিলল পড়ুয়াদের। উচ্চশিক্ষা দপ্তরের পরিসংখ্যান বলছে, এদিন রাত নটা পর্যন্ত প্রায় ৪২,৫৮৯ জন পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। মোট ১,০৬,৮৩৪টি আবেদন জমা পড়েছে পোর্টালে। এবং পোর্টালে প্রবেশ করা ইউনিক তথা নতুন ভিজিটরের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ৮ লক্ষে। যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বলেই আশা দপ্তরের কর্তাদের। নতুন ব্যবস্থার হাত ধরেই উঠে এসেছিল কয়েকটি সমস্যাও।

মূলত, ইমেলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসছে না বলেই অভিযোগ উঠেছিল আবেদনকারীদের একাংশের তরফে। যা নজরে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় দপ্তরের তরফে। এবং সমস্যা সমাধানে মোবাইল নম্বর ও ইমেলে ‘কমন’ ওটিপি পাঠানো হচ্ছে। অর্থাৎ, ফোন নম্বর ও ইমেলে যাচ্ছে একটিই ওটিপি। এবং সেই ওটিপি দিয়েই ফোন ও ইমেল ওটিপির স্থান পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবেন ছাত্রছাত্রীরা। হেল্পলাইনে ফোন করা ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়ার পাশাপাশি পোর্টালেও রয়েছে ওটিপি সম্পর্কিত এই সমাধানের কথা। সমস্যাটা দেখা দিয়েছিল সকাল থেকেই।

এই বিষয়ে মেট্রোপলিটন ইনস্টিটিউশন (মেন) থেকে দ্বাদশ উত্তীর্ণ ছাত্র জিৎ ঘোষ বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে চেষ্টা করছিলাম। আমাদের স্টুডেন্ট আইডি তৈরির জন্য ফোন ও ইমেল দিতে হচ্ছিল। সেগুলো যাচাইয়ের জন্য ওটিপি আসার কথা ছিল। কিন্তু, ফোন নম্বরে ওটিপি এলেও আমাদের কারও ইমেলে ওটিপি আসছিল না। দুপুর দুটো পর্যন্ত অনেকবার চেষ্টা করেও আসেনি।” তখনও পোর্টালে আসেনি ‘কমন ওটিপি’ বার্তাও। এর পর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ফোন নম্বরে আসা ওটিপি ইমেল ওটিপির জায়গায় বসালে হয় সমাধান। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন করতে পারেন জিৎ। আবেদন জানিয়েছেন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও বিকম কোর্স মিলিয়ে প্রায় ৮টি কলেজে। আগামিদিনে সেই সংখ্যা আরও বাড়বে বলেই জানিয়েছেন জিৎ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow