Tripura : দুষ্কৃতীদের হাতে আবারো আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক : U Bangla TV

Tripura : দুষ্কৃতীদের হাতে আবারো আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক : U Bangla TV

Dec 26, 2023 - 19:44
 0  3

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আবারো আক্রান্ত গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি । বারবার গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর কেন আক্রমন নামিয়ে আনা হচ্ছে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা । সংবাদমাধ্যমে প্রতিনিধির কাজ হল ঘটনার আবহকে জনগণের সামনে তুলে ধরার জন্য ক্যামেরা বন্দী করা। কোন ঘটনা কোথায়, কখন, কেন, কি হচ্ছে, এসব কিছু তুলে ধরার দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তথা সাংবাদিক ।আর এতেই অনেকের চক্ষুস্থুল হয়ে যায় সাংবাদিকরা। সাংবাদিকদের নিজের পেশাগত দায়িত্ব পালনের জন্য দুষ্কৃতীরা বাঁধা দেয় সাংবাদিকদের, এমনকি দুষ্কৃতীদের হুমকির মুখে ও পড়তে হয় সাংবাদিকদের, হেনস্তা সহ রক্তাক্ত হতে হয় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে। এক শ্রেনীর দুর্নীতিবাজ ও নেশাকারবারি , দুষ্কৃতীকারীদের ঘটনা যাতে জনসমক্ষে প্রকাশ না করতে পারে তার জন্য বার বার সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে প্রতিনিয়ত আক্রমন করছে। আবারো দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হলো দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনীয়ার এক সাংবাদিক । দুস্কৃতিকারীরা ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন। ছিনতাই করলো স্বর্নের গলার চেইন। শুধুমাত্র সাংবাদিককে নয়, পথচারী পুরুষ-মহিলা ও শিশু সহ গাড়ি চালকদের উপর ও আক্রমন সংগঠিত করে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। এই বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের যেমন করা হয়েছে তেমনি আক্রান্ত সাংবাদিকদের পক্ষ থেকে ও শান্তির বাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পাইখলা এলাকার লক্ষ্মণ পাল ,রাজেশ পাল, আপন পাল সহ আরও কয়েকজন মিলে পাইখলা আমতলী এলাকায় সাংবাদিক সহ পথচারীদের উপর আক্রমনের তান্ডব লীলা শুরু করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে রয়েছে এই দুষ্কৃতিকারীদের কারণে। দুষ্কৃতিকারীরা বিলোনিয়া আমজাদনগরে এক অটোচালকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে।তখন অটোচালক দুষ্কৃতিকারীদের পাঁচ হাজার টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে বেধড়ক মারধর শুরু করে । আর এই মারধরের ঘটনা সাংবাদিক রুপক দে ক্যামেরা বন্দী করতে গেলেই প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় দুস্কৃতিকারী লক্ষ্মণ পাল ,রাজেশ পাল, আপন পাল সহ আরো কয়েকজন মিলে সাংবাদিকের উপর আক্রমন সংগঠিত করে বলে অভিযোগ জানিয়ে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখন দেখার বিষয় পুলিশ দুষ্কৃতিকারীদের আটক করে কি কঠোর শাস্তির ব্যবস্থা করে। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow