South 24 PGS : সাত কোটি টাকায় তৈরি সাত বছর ধরে বন্ধ কোল্ড স্টোরেজ : U Bangla TV

South 24 PGS : সাত কোটি টাকায় তৈরি সাত বছর ধরে বন্ধ কোল্ড স্টোরেজ : U Bangla TV

Jul 7, 2024 - 14:13
 0  4

সমস্যায় মৎস্যজীবীরা, মৎস্যজীবীদের সুবিধার্থে কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরিটি তৈরি করে ছিল মৎস্যদপ্তর।প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে কাজ সম্পন্ন করলেও ,সাত বছর ধরে তালা বন্ধ ঝা চকচকে কোল্ড স্টোর ও আইস ফ্যাক্টরিটি। কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়নপুর এলাকায় হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে মৎস্যজীবীদের সুবিধার্থে তৈরি করা হয় এই কোল্ড স্টরেজটি। কিন্তু কি কারনে চালু করা সম্ভব হয়নি, সেই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই।১৫ জুন মৎস্যজীবিদের প্রায় আড়াই হাজার ট্রলার ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছে গভীর সমুদ্রে। এই পরিস্থিতিতে সমুদ্র থেকে ধরা মাছ ভালো রাখতে, মৎস্যজীবিদের প্রথম প্রয়োজন পড়ে । অন্য দিকে বেশি পরিমাণে মাছ ধরে আনলে সেই মাছ তাড়াতাড়ি বাজার না পাঠালে তা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরির গুরুত্বপূর্ণ মৎস্যজীবীদের কাছে। এই পরিস্থিতিতে ঝা চকচকে কোল্ড স্টোরেজটি বন্ধ হয়ে পড়ে রয়েছে সাত সাতটি বছর। কবে এই স্টোরেজটি ব্যাবহার করা সম্ভব হবে সেই দিকে তাকিয়ে মৎস্যজীবীরা।। #namkhanh #south24parganasnews #westbengalnews #breakingnews #newstoday #viralnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow