Malda : গত ৩০ বছর ধরে আন্দোলন করার : U Bangla TV

Malda : গত ৩০ বছর ধরে আন্দোলন করার : U Bangla TV

Jan 19, 2024 - 14:18
 0  9

গত ৩০ বছর ধরে আন্দোলন করার পর ফারাক্কা ঠিকা শ্রমিক ঐক্য কমেটি অবশেষে চুক্তির আওতায় আসতে পেরে খুশি ঠিকা শ্রমিকরা। শুক্রবার সকালে ফারাক্কা এনটিপিসি দুই নম্বর গেটের সামনে ঠিকা শ্রমিকরা আবির খেলে ও ঠিকা শ্রমিক ঐক্য কমেটির নেতৃত্বদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানায়। পাশাপাশি সমস্ত শ্রমিকদের নিয়ে এক সঙ্গে থাকার কথা জানান।মূলত মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ‘‌আনলোডিং ইউনিটে’‌ কর্মরত প্রায় সাড়ে পাঁচশো শ্রমিক।
এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং ঠিকা শ্রমিক ঐক্য কমেটি সংগঠনের দীর্ঘ বৈঠকের পর , ‘‌লেবার কন্ট্রাক্টর’‌ এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ঠিক হয়।
আগামী ১৮ জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। ‘‌ওই ইউনিটে কর্মরত শ্রমিকদের ‘‌স্কিলড’‌, ‘‌আনস্কিলড’‌ এবং ‘‌সেমিস্কিলড’‌–তিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্তগুলো নির্ধারিত করা হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে প্রত্যেক শ্রমিকের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা করে বাড়তে পারে।’‌ সূত্রের খবর, এতদিন শ্রমিকদের সঙ্গে এনটিপিসির তরফে কোনও চুক্তি না থাকায় প্রত্যেক বছর তাদের পুলিশ ভেরিফিকেশন করাতে হত এবং তারা দিন মজুরি পেতেন। কিন্তু এখন থেকে কেবলমাত্র চাকরির শুরুতে একবারই পুলিশ ভেরিফিকেশন করা হবে। তবে কর্মরত অবস্থায় কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলে সেক্ষেত্রে তার প্লান্টে ঢোকার ‘‌গেট পাস’‌ বাতিল হতে পারে। ‘‌ইউনিটে কর্মরত অবস্থায় কোনও দুর্ঘটনা ঘটলে বা শারীরিক অসুস্থতার কারণে কোনও শ্রমিক ৬০ বছর বয়সের আগে চাকরি ছাড়লে তার পরিবারের কোনও একজন সদস্য সেই চাকরি পাওয়ার দাবিদার হবে।’‌ প্রসঙ্গত, ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেকদিন শতাধিক ওয়াগন থেকে কয়লা ‘‌আনলোড’‌ করতে হয়। যদিও এই প্রক্রিয়াটি এখন অনেকটাই যান্ত্রিকভাবে হয়। #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow