South24 PGS : নদীর ধারে বাস চিন্তা বারো মাস : U Bangla TV
South24 PGS : নদীর ধারে বাস চিন্তা বারো মাস : U Bangla TV
সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কেতার চক এলাকায় নদীতে ধস। ধ্বসের কারণে আতঙ্কিত এলাকার মানুষ, বর্ষা আসলেই নদী ভাঙ্গনের চিন্তায় পড়েন নদী মাত্রিক এলাকার বসবাসকারীরা। ফেরিঘাটের পাশে প্রায় দেড়শ ফুট নদী বাঁধ ধসে বসে যাওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ইডিকেশন দপ্তর তড়িঘড়ি বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন, সেই বাঁধ মরামতের কাজ এখনো চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পাশাপাশি এলাকার মানুষের দাবি, আমরা রাত পাহারা দিয়ে বসে থাকি বিশেষ করে বর্ষাকালে আমাদের বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে যায়, জলে প্লাবিত হয়ে যায় গ্রামকে গ্রাম, যার কারণে আমরা এই বর্ষাকালে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কের মধ্যে নদী পাড়ে গ্রামে বসবাস করি এবং খুব আতঙ্কের মধ্যে থাকি, কখন না নদীর বাঁধ ভেঙ্গে যায়। দাবি কংক্রিটের বাঁধ হলে খানিকটা হলেও চিন্তামুক্ত থাকতে পারবো, বিভিন্ন জায়গায় জানিও এখনো পর্যন্ত সেই ভাবে কংক্রিটের কাজ শুরু হয়নি। আবার বেশ কিছু কিছু জায়গায় কংক্রিটের বাঁধ হয়ে গেছে। কিন্তু হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে বেশিরভাগ জায়গায় মাটির নড়বড়ে বাঁধ হওয়ায় আতঙ্কে এলাকার মানুষ। কবে হবে কংক্রিটের বাঁধ সেই আশায় দিন গুনছে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ। #south24parganasnews #sundarban #breakingnews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?