South 24 pgs : আর্সেনিকমুক্ত পানীয় জল : U BanglaTV
South 24 pgs : আর্সেনিকমুক্ত পানীয় জল : U BanglaTV
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প। এদিন তারই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। শুভ উদ্বোধন করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পুর্তের কর্মদক্ষ তথা হাসনাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীরা। গ্রামবাসীরা দীর্ঘদিন আর্সেনিকমুক্ত পানীয় জলের দাবি করছিলেন পঞ্চায়েতের কাছে, কিন্তু তাদের চাহিদা পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন প্রত্যন্ত সুন্দরবনে নোনা আবহাওয়ার জন্য মিষ্টি পানীয় জল পাওয়া খুবই মুশকিল। তাই সম্পূর্ণ আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে ৮ থেকে ৮০, সকলেই আনন্দিত। গ্রামের মানুষ জানাচ্ছেন জল কিনে খাবার মতন সাধ্য আমাদের নেই। তারপরে দু চার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে জল আনতে হতো। তাতে একদিকে সময় নষ্ট হতো অন্যদিকে রাস্তা ঘাট খারাপ থাকায় সাইকেলে করে জল আনতে বেজায় সমস্যায় পড়তে হতো। বাড়ির পাশে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প তৈরি হয়ে আমাদের সমস্যার সমাধান হতে চলেছে। #south24pargana #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?