Darjeeling : দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস : U Bangla TV
Darjeeling : দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস : U Bangla TV
আজ সকালে দার্জিলিং জেলার রাঙ্গাপানি রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে মর্মান্তিক সংঘর্ষ ঘটেছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে।প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনা ঘটে সকাল ৮:৩০ মিনিটে, যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রঙ্গাপানি স্টেশনে থেমে ছিল। পিছন দিক থেকে আসা একটি মালগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে ট্রেনের পিছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টেন দুর্ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার কার্যে হাত লাগন। অন্যদিকে মালগাড়ির লোকোপাইলট ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়দের দাবি। ইঞ্জিনের মধ্যে আটকে থাকেন তিনি। ঘটনার পরই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার। ধীরে ধীরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনডিআরএফ, এসে উদ্ধার কাজ শুরু করেছে। রেলমন্ত্রী জানিয়েছেন, আহত যাত্রীদের চিকিৎসার সব খরচ রেলওয়ে কর্তৃপক্ষ বহন করবে এবং তাদের দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। এই দুর্ঘটনার কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং রেলপথের মেরামতের কাজ দ্রুত শুরু করা হয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে সমস্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনা আবারও রেলপথের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি সামনে এনেছে। সাধারণ মানুষের আশা, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও সতর্ক হবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।
What's Your Reaction?