South 24 Pgs : কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেশ কিছু খেলা

South 24 Pgs : কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেশ কিছু খেলা

Jul 18, 2023 - 18:27
 0  4

কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামে ঐতিহ্যবাহী বেশ কিছু খেলা বা প্রতিযোগিতা। তার মধ্যে অন্যতম মৈ ছাড়া অর্থাৎ গরু দৌড় প্রতিযোগিতা। আগে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার এই বর্ষাকালে মৈ ছাড়া বা গরু দৌড় দেখতে পাওয়া যেত। কিন্তু এখন তা অতীত সেভাবে আর দেখতে পাওয়া যায় না এই ধরনের প্রতিযোগিতা। তবে এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা এখনো বেশ কিছু এলাকায় ধরে রেখেছে পুরানো এই ঐতিহ্য।তবে বকুলতলা থানা এলাকার হানারবাঢী ও বাগমারি এলাকায় টানা তিন দিন ধরে এই মৈ ছাড়া প্রতিযোগিতার আয়োজন করল হানারবাঢী সোনালী সংঘ ও বাগমারি গ্রামবাসীবৃন্দের পরিচালনা। এই প্রতিযোগিতায় জয়নগরসহ বিস্তীর্ণ এলাকা আশেপাশে থেকে নানান রঙে শতাধিকের বেশি গরু নিয়ে এসেছিলেন প্রতিযোগিরা। আরে এই গরু দৌড় দেখতে এলাকার আশেপাশে মানুষ ভিড় জমিয়েছিলেন। আর এই গুরুদেউর প্রতিযোগিতা ঘিরে এলাকায় মেলা আকার ধারণ করেছিল। এ প্রসঙ্গে এক উদ্যোক্তা বলেন গ্রামীণ ঐতিহ্য একে একে বন্ধ হয়ে যাচ্ছে আমরা গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান চালিয়ে আসছে, আশা করছি যতদিন বেঁচে থাকবো এই অনুষ্ঠান চালিয়ে যাব। গরু দৌড় প্রতিযোগিতার ঘিড়ে এলাকার মানুষ খুব আনন্দিত হয়ে পড়ে এবং প্রচুর এলাকার বাহিরে থেকে মানুষ তাদের গরু নিয়ে এখানে অংশগ্রহণ করে। মানুষের মধ্যে প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে ওঠে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদেরকে পুরস্কৃত করা হয়।যতটা মানুষের মধ্যে আনন্দ পায় এছাড়া এর একটি ভালো দিক আছে যে কোন চাষের জমিতে গরু দৌড় প্রতিযোগিতা হলে সে জমি চাষের পক্ষে অনেকটা উর্বর হয়। সবকিছু মিলিয়ে এলাকায় এক উৎসবের আকার ধারণ করে এই গরু দৌড় প্রতিযোগিতাকে ঘিরে। #breakingnews #newstoday #south24pargana #newslive #westbengal #viralvideo #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow