South 24 Pargana : নয়ানজুলি ভরাট করে অবৈধ নির্মাণ : U Bangla TV
South 24 Pargana : নয়ানজুলি ভরাট করে অবৈধ নির্মাণ : U Bangla TV
নয়ানজুলি ভরাট করে অবৈধ নির্মাণরাস্তার ধারের নয়ানজুলি অবৈধ ভাবে ভরাট করার অভিযোগ উঠল। বারুইপুরের রামনগর ২ পঞ্চায়েত এলাকায় ক্যানিং-বারুইপুর রাস্তার ধারে ঘটছে এই ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই রাস্তার ধার বরাবর রয়েছে নয়ানজুলি। তার পাশে রয়েছে বিস্তীর্ণ ফাঁকা জমি। সম্প্রতি সেই ফাঁকা জমির একটি অংশে নির্মাণ কাজ শুরু হয়েছে। মাটি ফেলে জমিটি উঁচু করার কাজ চলছে। প্রধান রাস্তা থেকে ওই জমিতে যাওয়ার জন্য মাঝের নয়ান জুলির একটা অংশ মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। মাটি এবং নির্মাণ সামগ্রী নিয়ে গাড়ি সেখান থেকেই যাতায়াত করছে। শুধু তাই নয়, ইমারতি দ্রব্য রাখার জন্যেই নয়ানজুলির বড় অংশ মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে বলে অভিযোগ। তার জন্য পঞ্চায়েত থেকে কোনওরকম অনুমতিও নেওয়া হয়নি।এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। নির্মাণ কাজ দেখাশোনার দায়িত্বে থাকা একজন জানান, নিচু জমি ভরাট করতে মাটির প্রয়োজন। সেই গাড়ি যাতায়াতের জন্যেই নয়ানজুলির কিছুটা ভরাট করা হয়েছে। কাজ শেষ হলেই আবার নয়ানজুলির মাটি তুলে ফেলা হবে বলে দাবি তার। তবে একবার ভরাট করা মাটি আর উঠবে কিনা সেই প্রশ্ন উঠছে।স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, এরকম কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে। #south24pargana #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?