Alipurduar : বক্সা ব্যাঘ্র প্রকল্পের উদ্যেগে জয়ন্তীতে শুরু হল বার্ড ফেস্টিভ্যাল : U Bangla TV
Alipurduar : বক্সা ব্যাঘ্র প্রকল্পের উদ্যেগে জয়ন্তীতে শুরু হল বার্ড ফেস্টিভ্যাল : U Bangla TV
আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্পের উদ্যেগে শুরু হল বার্ড ফেস্টিভ্যাল। এটা সপ্তম বার্ড ফেস্টিভ্যাল। তিনদিন ব্যাপী চলবে এই বার্ড ফেস্টিভ্যাল। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বড়াইক।উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন সহ অন্যান্য আধিকারিক রা।রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ২২ জন পাখি প্রেমিক এই বার্ড ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন।এখানে প্রকৃতি গাছপালা, পাখি নিয়ে প্রশিক্ষন দেওয়া হবে।বক্সাতে ৪০০ প্রজাতির পাখি রয়েছে।এবার সেই সংখ্যা টা বাড়বে বলে আশাবাদী বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। #alipurduar #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?