Darjeeling : সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে আয়োজন করা হয়েছে সরস মেলা : U Bangla TV

Darjeeling : সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে আয়োজন করা হয়েছে সরস মেলা : U Bangla TV

Jan 6, 2024 - 18:39
 0  3

মহিলাদের স্বনির্ভর করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার। যার ফলে বিভিন্ন হাতের কাজ শিখে একে একে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। মহিলাদের তৈরি বিভিন্ন হাতের কাজ সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে আয়োজন করা হয়েছে সরস মেলার।। এমনই বাংলার মহিলাদের হাতের তৈরি বিভিন্ন কারুকার্য ও সম্ভার নিয়ে বসেছে দার্জিলিং জেলা সরস মেলার। ষষ্ঠ দার্জিলিং জেলা সরস মেলা শুক্রবার থেকে চালু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা মাঠে। যা এই দিন থেকে শুরু হয় চলতি মাসের ১৬ তারিখ অব্দি চলবে৷ মহিলাদের তৈরি বিভিন্ন রকম সুস্বাদু খাবার সহ ঘর সাজানোর থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু রয়েছে এই মেলায়। দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গ সহ গোটা বাংলার স্বনির্ভর দলের মহিলারা হাজী রয়েছে এই মেলাতে। চোখে তাক লাগানো বেতের কাছ থেকে শুরু করে, বীরভূমের ডোকরা শিল্পের কাজ, বুটিকের কাজের পোশাকও রয়েছে এই মেলাতেই। জানায় একাধিক স্টল রয়েছে ষষ্ঠ দার্জিলিং জেলা সরস মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, শিউলি সাহা, মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত ও গ্রাম অঞ্চল উন্নয়নের সেক্রেটারি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব।।১২ দিনব্যাপী এই দার্জিলিং জেলা সরস মেলার উদ্বোধন হল শুক্রবার।। মেলা শুরুর আগে শুক্রবার সকাল থেকেই চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল মেলা প্রাঙ্গনে। অসংখ্য ক্রেতাদের সামনে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হাতের কাজ ও শিল্পকে তুলে ধরতে মেলায় বাংলা বিভিন্ন প্রান্ত থেকে আগত নির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। উল্লেখ্য দার্জিলিং জেলা সরস মেলায় প্রতিবারের মতন এবারও হাজির হয়েছেন অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।।পাশাপাশি ভালো মুনাফার আশায় ও হাতের তৈরি বিভিন্ন কারুকার্যকে দার্জিলিং জেলা বাসীদের সামনে তুলে ধরতে এই প্রথম জেলার সরস মেলাতে অংশগ্রহণ করেছেন অনেকেই ।। #darjeeling #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow