South 24 Pargana : গ্রাম বাংলার ঐতিহ্য পূর্ণ ঘোড়া দৌড় প্রতিযোগিতা : U Bangla TV

South 24 Pargana : গ্রাম বাংলার ঐতিহ্য পূর্ণ ঘোড়া দৌড় প্রতিযোগিতা : U Bangla TV

May 18, 2024 - 15:56
 0  9

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই রায়দিঘীর কুমড়াপাড়া অঞ্চলের পাঁচপুকুর আটেশ্বর তলায় যুবকবৃন্দের পরিচালনায় বিরাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ আটেশ্বর তলার মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমড়া পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরমা সরদার। এই তীব্র তাপদাহ উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে মাঠের চারপাশে শত শত দর্শকের সমাগম ঘটে ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাঠে। জানা যায় ডায়মন্ডহারবার, কুলপি, লক্ষীকান্তপুর, পাথরপ্রতিমা সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৫ থেকে ১৬ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম পুরস্কার ৪ হাজার ১টাকা এবং দ্বিতীয় পুরস্কার তিন হাজার ১ টাকা তৃতীয় পুরস্কার ২ হাজার ১ টাকা ধার্য করা হয়। ঘোড়া দৌড় দেখতে আসা আনোয়ার হোসেন হালদার ও ঘোড়া দৌড় আয়োজক অর্জুন ঢালী বলেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে, বিগত কয়েক বছর আমাদের এলাকায় এমন আয়োজন করা হয়েছে,এটি দেখতে বিভিন্ন বয়সীয় হাজারো নারী পুরুষ দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেল। তবে এমন আয়োজন প্রতিবছরেই করা হবে। ডায়মন্ড হারবার,কুলপি, পাথরপ্রতিমা থেকে আসা ঘোড়ার মালিক বলেন, দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, অনেক প্রতিযোগিতায় তানারা বিজয়ী হয়েছেন, এবং শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তানারা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন বলে যানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow