Kolkata : রশিদ আলী খানের পারলোকগমনে মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ : U Bangla TV

Kolkata : রশিদ আলী খানের পারলোকগমনে মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ : U Bangla TV

Jan 9, 2024 - 19:07
 0  6

ডাক্তার সাধ্যমত চেষ্টা করেছেন। রশিদ আলী খান আমার ভাইয়ের মতো, রশিদের স্ত্রী ছেলেমেয়েরা আছে আমি গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল আমি নবান্নে ফিরে আসার পর আমার কাছে খবর আসতে আমি চলে আসি। এখানে এসে আমি ডাক্তারদের সাথে কথা বলে এবং পরিবারের সাথে কথা বলে জানতে পারি। এটা অপূরণীয় ক্ষতি রশিদ আলী একজন বিশ্ব বিখ্যাত নাম তার নতুন করে তার পরিচয় দিতে হবে না। তিনি শিল্পী হিসাবে সংগীত সম্রাট।উত্তরপ্রদেশে তার জন্ম স্থান বাংলাতে ভালোবেসে চির কাল বাংলায় থেকে গেছেন। এবং তিনি এমন কোন জায়গা নেই তিনি সংগীত প্রচার করেননি, তিনি আমাদের বঙ্গবিভূষণ পদ্মবিভূষন আছে ওর ছেলে ভীষণ ভালো গান গায়, মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না কারণ এতটাই ওরা শোকাহত এই পরিবেশে যখন চলে যায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে। আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমাকে বলতেন তুমি আমার মা আছো। আমার সত্যি খুব খারাপ লাগছে যে, স্মৃতিসুদায় হৃদয়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে। ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে, সন্ধ্যে ৬টা পর্যন্ত মরদেহ পিয়ারলে হাসপাতালে থাকছে। ৬টার পরে মরদেহ নিয়ে ইন্দ্রনীল সেন , ফিরহাদ হাকিম ,অরূপ বিশ্বাস সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে আজ মরদেহ পিস্ওয়াল্ডে থাকবে। কাল সকাল ৯টার সময় পরিবারের লোকেরা পিস্ ওয়ার্ল্ড থেকে মরদেহ নিয়ে রবীন্দ্র সদন যাবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে বেলা ১টার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হবে রবীন্দ্র সদনে । #kolkata #kolkatanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow