Siliguri : সাহায্যের প্রার্থনা মেধাবীর বাবার |
Siliguri : সাহায্যের প্রার্থনা মেধাবীর বাবার |
এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে বুধবার।দারিদ্র্যতাকে উপেক্ষা করে এই ফলাফলে তরাই তাঁরাপদ আর্দশ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী কাকুলি সাহা ৯৬.৬ শতাংশ হারে ৪৮৩ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অধীন শান্তিপাড়ায় বাবা, মা ও বোনকে নিয়ে থাকেন কাকলি সাহা।বাবা কালাচাঁদ সাহা ভাঙ্গারির দোকানে কাজ করে অতি কষ্টে দুই মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।এরই মাঝে বড় মেয়ে কাকলি সাহার এই সাফল্যে যতটা খুশি তারা, তার চেয়েও চিন্তার ভাঁজ কপালে আগামীতে কিভাবে চালাবেন পড়াশোনা খরচ। কাকলি জানায়, আগামীতে কলেজ শিক্ষা শেষ করে WBCS অফিসার হওয়ার ইচ্ছে, তাই স্বপ্নকে স্বার্থক করতে সকলের সহযোগিতা নিয়ে পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে চায় সে।
#siliguri #njp #wbchse
What's Your Reaction?