‘পিতৃহারা’ আমুল গার্ল.....

‘পিতৃহারা’ আমুল গার্ল.....

Jun 22, 2023 - 17:33
 0  9

মঙ্গলবার রাতে মুম্বইয়ে মৃত্যু হয়েছে বিজ্ঞাপন জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের। ১৯৬৬ সালে আমুলের ‘আটারলি বাটারলি’ প্রচার শুরু হয়। সেই প্রচারের মুখ্য চরিত্র আমুল গার্লকে তৈরি করেন সিলভেস্টার। আর্ট ডিরেক্টর এসটাসে ফার্নান্ডেজের সঙ্গে তা তৈরি করেছিলেন সিলভেস্টার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আমুল পরিবারে। আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এই মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন।১৯৬৬ সালে গুজরাটের কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড সংস্থার বিজ্ঞাপনের জন্য ম্যাসকট তৈরির সিদ্ধান্ত নেন। সেই কাজ দেওয়া হয়েছিল অ্যাডভাটাইজিং অ্যান্ড সেলস প্রোমোশন (এ এস পি) নামের এক সংস্থাকে। আমুলের চেয়ারম্যানের পরামর্শে সিলভেস্টার ও ফার্নান্ডেজ আমুল গার্ল তৈরি করেন। সেই শুরু। পাঁচ দশক পেরিয়েও এখন ভারতের বিজ্ঞাপন জগতে সমান জনপ্রিয় আমুল গার্ল। আজ অভিভাবকহীন আমুল গার্ল। আইকনিক এই বিজ্ঞাপনের স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা এর প্রয়ানে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। #story #amul  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow