মুর্শিদাবাদ : একাধিক বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবার মাইকিং যুবকের বিরুদ্ধে |
গ্ৰামের যুবকের একাধিক বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবার মাইকিং করে যুবক এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেখা গেলো মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দাদের । অপরদিকে ঐ যুবকের স্ত্রী ১৫ বছরের সুখের সংসার টিকিয়ে রাখতে, দুই সন্তানকে নিয়ে রয়েছে বাবার বাড়িতে।স্থানীয় সূত্রে জানা গেছে,জলঙ্গীর বিলাপুরের বাসিন্দা জুবায়ের মোস্তাক হরফে লিটলু। ১৫ বছর আগে তিনি বিয়ে করেন গ্রামেরই নাজিরা খাতুনকে ।কিন্তু ৭ বছর আগে তাকে ছেড়ে অন্য এক মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেন জুবায়ের মুস্তাক। কিন্তু সেই বিয়ে টেঁকে না। বিয়ের কিছুদিন পরেই ২ লক্ষ টাকা জরিমানা দিয়ে মীমাংসা করতে হয়। এর দু’বছর পার হতে না হতেই আবার পাঁচ বছর আগে বিলাসপুর গ্রামেরই দুই সন্তানের মাকে নিয়ে পালিয়ে যায় ও বিয়ে করেন । এই নিয়ে প্রথম পক্ষের স্ত্রী নাজিরা বিষয়টি থানায় জানায়। পরে সালিশি সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুবায়ের মোস্তাক লিটলু পরিবারের সাথে সমাজ কোন সম্পর্ক রাখবে না । এই বিষয় নিয়ে মাইকিং করার সিদ্ধান্ত নেন , তারা মাইক প্রচারও করতে থাকে। ওই প্রচার করার সময় জলঙ্গি থানার পুলিশ এসে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি কে । পরে অবশ্য সমাজের লোক গিয়ে জানায়, প্রচার ভুল হয়েছে।
What's Your Reaction?