Siliguri : পানীয় জল সমস্যার সুরাহা করলেন মুখ্যমন্ত্রী : U Bangla TV

Siliguri : পানীয় জল সমস্যার সুরাহা করলেন মুখ্যমন্ত্রী : U Bangla TV

Dec 6, 2023 - 18:16
 0  6

কানু সান্ন্যাল গ্রামে পানীয় জল পাঠাবে শিলিগুড়ি পুরনিগম। এই গ্রামের বাসীন্দাদের পানীয় জল কষ্টের নিরসনে কলকাতা থেকে বাগডোগরা নেমে পুরনিগমকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন তৎকালীন সাংসদ এসএস আলুয়ালিয়া এই গ্রামটিকে দত্তক নেন। সেই গ্রামে এতদিন কাউকে ঢুকতে দেন নি তিনি। নিজেও কিছু করেন নি।  বর্তমানে পিএইচই দায়িত্ব নিয়েছে কাজটা করতে। তারজন্য সময় লাগবে তবে ততদিন পানীয় জলের সমস্যায় যাতে বাসিন্দাদের ভুগতে না হয় তার জন্য শিলিগুড়ি পুরনিগমকে পানীয় জল পাঠাতে বলেছি।  উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামে জলকষ্ট চলছিল। সেসময় সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের জল জীবন প্রকল্পে গ্রামে কাজ শুরু হয়। অভিযোগ, প্রকল্প চালু হলেও গ্রামের ১০৭টি পরিবার এখনও জল পাচ্ছেন না। তাই ওই সমস্যার সমাধান চেয়ে গ্রামের ১০ জন বাসিন্দা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই গ্রাম নকশাল নেতা কানু সান্যালের গ্রাম নামে পরিচত। আজ ছিল সেই মামলার শুনানি। এদিকে এই মামলার শুনানির দিন অদ্ভুতভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  নিজের আসন ছেড়ে বিচারপ্রার্থীদের কাছে নেমে এসে মামলা শুনছেন। যা দেখে অভিভূত সকলে। 
সামনেই লোকসভা নির্বাচন তার আগে আজ  ছয়দিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াংয়ে পারিবারির অনুষ্ঠানে দুদিন থাকবেন তিনি। তারপর কার্শিয়াং সহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও শিলিগুড়িতে তার সভা হওয়ার কথা। আগামী ১২ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করে ওইদিনই তার কলকাতা ফিরে যাবার কথা। এদিন তিনি বাগডোগরার বিমানবন্দর থেকে সোজা কার্শিয়াংয়ের উদ্দেশ্য রওনা দেন

#siligurinews #siliguri #banglanews #newstoday #westbengalnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow