Nadia : রক্তদাতাদের বিক্ষোভের মুখে পড়ে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন : U Bangla TV

Nadia : রক্তদাতাদের বিক্ষোভের মুখে পড়ে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন : U Bangla TV

Feb 29, 2024 - 18:02
 0  2

কথা দিয়েও স্বাস্থ্য দপ্তরের চরম উদাসীনতায় রক্তদান শিবিরের মত একটি গুরুত্বপূর্ণ বিষয় বানচাল হয়ে যাওয়ার জেরে রক্তদাতাদের বিক্ষোভের মুখে পড়ে নবনির্মিত একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে পারলেন না স্বাস্থ্য আধিকারিকরা। উদ্বোধন করতে গিয়ে ফিরে যাওয়ার এই বিরল ঘটনার সম্মুখীন হতে হল নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া লালমাঠ এলাকায়। ভারত সরকারের রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অর্থানুকূল্যে ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় 42 লক্ষ টাকায় নির্মিত এই লালমাঠ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ছিল এদিন । সেই হিসেবে সুস্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ফলকও লাগানো হয়। এই উদ্বোধনের অনুষ্ঠানে ঠিকাদার সংস্থা ও গ্রামের মানুষ এদিনটিকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করে। সেইমতো সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। বেশ কয়েক হাজার টাকা খরচ করে প্যান্ডেল থেকে শুরু করে টিফিন, রক্তদাতা থেকে অতিথিদের খাবারের ব্যবস্থাও করেন তারা। কিন্তু শেষ মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার জানিয়ে দেন রক্ত সংগ্রহের গাড়িসহ কোন টিম যেতে পারছে না। এই কথা শোনার পরই গ্রামবাসী ও রক্ত দিতে আসা ব্যক্তিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, আশা কর্মীরা এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এলে সবাই বিক্ষোভের মুখে পড়েন। নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের মূল গেট থেকে তালাও খোলা হয়নি। সমগ্র অনুষ্ঠান বানচাল হয়ে যায়। উদ্বোধন না করেই ফিরে যেতে বাধ্য হন স্বাস্থ্য আধিকারিক ও আশা কর্মীরা। রক্তদাতা ও গ্রামবাসীদের থেকে অভিযোগ করা হচ্ছে, স্বাস্থ্য দপ্তরের চরম অবহেলায় এই ধরনের একটি নজির বিহীন ঘটনা ঘটলো। যদিও এ প্রসঙ্গে রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার পোল্লাদ অধিকারী বলেন, হাসপাতালের কাছে রক্তদান শিবিরের একটি মেডিকেল টিম পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু শিবির আয়োজন এর মাত্র একদিন আগে জানালে তেমনটা আয়োজন করা সম্ভব নয়। কারণ রক্ত সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত রয়েছেন কিনা সেসব আগে থেকে দেখে নিতে হয়। #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow