Siliguri : ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কর্ম বীরত্বের স্বরূপ সম্মানে ভূষিত করা হল : U Bangla TV

Siliguri : ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কর্ম বীরত্বের স্বরূপ সম্মানে ভূষিত করা হল : U Bangla TV

Feb 10, 2024 - 18:34
 0  3

যুদ্ধক্ষেত্রে সন্ত্রাসীদের নির্মূল করা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কর্ম বীরত্বের স্বরূপ সম্মানে ভূষিত করা হল। শনিবার বাগডোগরা ব্যাঙডুবির সেনা ছাউনিতে ইস্টার্ন কমান্ড ইনভেস্টিচার অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিকদের কর্ম বীরত্বের স্বরূপ সম্মান প্রদান করা হয়। জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এদিনের অনুষ্ঠানে ২০জন বীর সেনাকে বীরত্বের সেনা মেডেল, ২জনকে বার টু সেনা মেডেল, ৪জনকে বিশিষ্ট সেবা মেডেল, ২টি চিফ অফ আর্মি স্টাফ সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন ও ৩২ টি ইউনিটকে জিওসি ইন ইস্টার্ন কমান্ড ইউনিট সন্মান প্রদান করেন। এদিন সর্বপ্রথম জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি জানান , শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগরক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ড হিমালয়ের কোলে অবস্থিত । উত্তর–পূর্ব ভারতের প্রবেশপথ এই শিলিগুড়ি শহরে এই অনুষ্ঠান করতে পেরে তিনি অত্যন্ত খুশি। পুলওয়ামা আতঙ্ক বিরোধী অভিযানে ৩জন সন্ত্রাসীকে নির্মূল করা সিপাহী লক্ষ্মী নারায়ণ আডানা সেনা মেডেল সন্মান পেয়ে তার সঙ্গে থাকা শহীদ সঙ্গীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow