Siliguri : বাগডোগরা বিমানবন্দরে একে ৪৭ রাইফেলের বুলেট সহ গ্রেফতার ভুটানের নাগরিক : U Bangla TV

Siliguri : বাগডোগরা বিমানবন্দরে একে ৪৭ রাইফেলের বুলেট সহ গ্রেফতার ভুটানের নাগরিক : U Bangla TV

Feb 9, 2024 - 16:01
 0  2

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে একে ৪৭ রাইফেলের বুলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তাসি শেরিং। ধৃত ব্যক্তি ভুটানের নাগরিক। উদ্ধার হয়েছে ৫ রাউন্ড বুলেট। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে ধৃতের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জানা গিয়েছে বুলেট গুলো একে ৪৭ রাইফেলের। বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে যায় ওই ব্যক্তির কাছে রয়েছে কার্তুজ। এই ঘটনায় বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পরে। বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানেরা খবর দেয় পুলিশকে। ছুটে আসে বাগডোগরা বিমানবন্দরের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। এরপর বাগডোগরা থানার পুলিশ বিমানবন্দরে পৌঁছায় এবং ওই আটক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃত কুয়েত বিমানবন্দরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন এবং ধৃত ভুটানের প্রাক্তন সেনাকর্মী ছিলেন। এদিন তার বাগডোগরা থেকে চেন্নাই হয়ে কুয়েতে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। সেখান থেকেই ভূটান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু তিনি কেন তার লাগেজে ওই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow