Bardhaman : বিদ্যুতের ঘাটতির কারণে দুষ্কৃতীর হামলা, প্রতিবাদে বিদ্যুৎ কর্মীরা |
Bardhaman : বিদ্যুতের ঘাটতির কারণে দুষ্কৃতীর হামলা, প্রতিবাদে বিদ্যুৎ কর্মীরা |
বিপর্যয়ের জেরে বিদ্যুতের ঘাটতি, তারপরেই সাব স্টেশনে হামলা দুষ্কৃতীদের। বিদ্যুৎ দপ্তরের একাধিক গাড়ি ভাঙচুর, ব্যাপক মারধর বিদ্যুৎ কর্মীদের। বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে নামল বিদ্যুৎ কর্মীরা। ঝড় বৃষ্টির জেরে সোমবার রাতে বিদ্যুতের ঘাটতি ছিল। সেই অভিযোগ তুলে কাঁকসার রঘুনাথপুর সাব স্টেশনে বুদবুদের কাঁকড়ার একদল দুষ্কৃতি ১১ টা ১০ নাগাদ গাড়িতে করে এসে সাব স্টেশনের পাঁচিল টোপকে ভেতরে ঢোকে। তারপর বাঁশ, লাঠি, পাটকেল দিয়ে ভাঙচুর চালায় সাব স্টেশনে। মঙ্গলবার ভোর থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হল বিদ্যুৎ কর্মীরা। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রাখার হুঁশিয়ারি বিদ্যুৎ কর্মীদের।
#bardhaman #bardhamannews #powershortage #employees #worker #attack
What's Your Reaction?