Purulia : শিশুদের হাতেখড়ি এবার ডিজিটাল স্লেটে : U Bangla TV
Purulia : শিশুদের হাতেখড়ি এবার ডিজিটাল স্লেটে : U Bangla TV
পুরুলিয়ায় সরস্বতী পুজোর বাজার কাঁপাচ্ছে ডিজিটাল স্লেট। শিশুদের হাতেখড়ি এবার ডিজিটাল স্লেটে। কাঠের স্লেটের মতনই কালো রঙের বোর্ড। চারপাশে প্লাস্টিক দেওয়া সবুজ রঙের গার্ড। আর ওই স্লেটেই থাকছে প্লাস্টিকের পাতলা একটি কলম। ওই কলম দিয়েই দেবী সরস্বতীর কাছে শিশুটির হাতেখড়ি হবে। লিখতে গিয়ে শিশুর হাত যদি কেঁপে আঁকিবুকি হয়ে যায় কোন চিন্তা নেই মোবাইল, ল্যাপটপের মতন ডিলিট অপশন আছে । এই স্লেটে লেখা ভুল হলে ওই অপশনের চিহ্নতে স্পর্শ করলেই মুছে যাবে লেখা। অনলাইনে এই স্লেটের দাম ১২০ থেকে ১৩০ টাকা হলেও পুরুলিয়ার বাজারে সাড়ে ৮ ইঞ্চির এই ডিজিটাল স্লেট বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এই স্লেটকে আবার এলসিডি স্লেট বা ডিজিটাল ট্যাবলেটও বলা হয়। সব মিলিয়ে শিশুর হাতেখড়ির জন্য এই ডিজিটাল স্লেটের বাজার বেশ জমজমাট। #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?