Siliguri : পুজোর আগে কি অবস্থা কুমোরটুলির ?
Siliguri : পুজোর আগে কি অবস্থা কুমোরটুলির ?
খুঁটি পুজোয় উন্মাদনা হলেও কুমোরটুলিতে এখন কালো মেঘের ছায়া। পুজোর ঢাকে কাঠি পড়েনি। তবে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ির কুমারটুলিতে। রথের দিন খুঁটি পুজো দিয়ে শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি। ক্লাবে ক্লাবে খুঁটি পুজো ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে। পুজোর আয়োজন শুরুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় দিক হয়ে উঠেছে খুঁটি পুজো। বসে নেই কুমোরটুলি শিল্পীরাও। সেখানেও প্রতিমা গড়ার কাজ শুরু করে দিয়েছেন শিল্পীরা। তবে ক্লাবে ক্লাবে খুঁটি পুজো নিয়ে উন্মাদনা থাকলেও কুমোরটুলির পালপাড়ায় মুখ ভার। খুঁটি পুজো ব্যাপকভাবে হলেও প্রতিমা বায়না করার ব্যাপারে তেমন সাড়া নেই এখনো। দাম শুনে অনেক ক্লাব ফিরে যাচ্ছে। যা তাতেই চিন্তায় ফেলেছে শিলিগুড়ির কুমোরটুলি শিল্পীদের।করোনাকালে ছোট হলেও মূর্তির চাহিদা ও বায়না করার ব্যাপারে উৎসাহে ভাটা পড়েনি কিন্তু এবারের মতো এই পরিস্থিতিতে কিসের ভিত্তিতে কত প্রতিভা বানাবেন, বানালে তা বিক্রি হবে কিনা তারও কোনও কিছু নিশ্চয়তা পাচ্ছেন না শিল্পীরা #newstoday #banglanews #breakingnews #newslive #siligurinews #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?