Purulia : মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের
Purulia : মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের
মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের। পুরুলিয়া জেলার বোরো থানার অন্তর্গত কুমারী হাইস্কুলে নিম্ন মনের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্কুলের ছাত্র-ছাত্রীদের। সেই অভিযোগ তুলে বুধবার কুমারী মোড়ে পথ অবরোধ করল বোরো থানার কুমারী হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা।
পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ সহ মানবাজার দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অমিতেশ চ্যাটার্জী। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা পৌছালে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবিভাবকেরাও। অবরোধ চলে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ঘটনায় বেশ কয়েক ঘন্টা যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয় ছাত্র-ছাত্রীরা। #newstoday #banglanews #breakingnews #newslive #purulia #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?






