Siliguri : মৃতপ্রায় নদীগুলিকে পুনর্জীবিত করতে উদ্যোগী শিলিগুড়ির মেয়র|

Siliguri : মৃতপ্রায় নদীগুলিকে পুনর্জীবিত করতে উদ্যোগী শিলিগুড়ির মেয়র|

May 30, 2023 - 16:07
 0  5

শুধু নামেই নদী, সংস্কারের অভাবে বর্তমানে পরিণত হয়েছে নর্দমায়। আর সেই নদী নামক নর্দমা গুলিকে নদীর রুপ দিতে তৎপর হলো শিলিগুড়ি পুর নিগম। শহর শিলিগুড়ির উপর দিয়ে বয়ে চলেছে ফুলেশ্বরী, জোড়াপানি সহ একাধিক নদী। তবে সংস্কার ও সাধারণ মানুষের উদাসীনতায় সেই নদী গুলি হারিয়েছে তাদের জৌলুষ। ইতিমধ্যে সেচমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই কারণে শহরের মেয়র গৌতম দেব সেচ দপ্তরের আধিকারীদের নিয়ে নদী গুলির পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। #siliguri #siligurinews #river #riverlife

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow