Siliguri : জঙ্গল ঘেঁষা এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারি বাস পরিষেবা : U Bangla TV
Siliguri : জঙ্গল ঘেঁষা এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারি বাস পরিষেবা : U Bangla TV
শুক্রবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হল। এদিন বাগডোগরা বনদফতরের উদ্যোগে টিপুখোলা তিরহানা এমএম তরাই অর্ড সহ জঙ্গল ঘেরা এলাকায় সরকারি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের আনা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সবরকম সহযোগিতা করার বার্তা দিয়ে রেঞ্জার জানান সকালে হাতি বেরিয়েছিল। হাতির দিকে নজরদারি রয়েছে। ৫টি গাড়ি দিয়ে পরীক্ষার্থীদের পৌঁছানো হল। বাগডোগরা জঙ্গলে বর্তমানে ১২টি হাতি রয়েছে। এদিকে সরকারি বাসে করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। পরীক্ষার্থীরাও এই ব্যবস্থায় বেজায় খুশি। তারা জানায় জঙ্গল ঘেঁষা এলাকায় হাতি বার হয়। তাই তাদের সব সময় ভয়ের মধ্যে চলাচল করতে হয়। তবে সরকারি বাসের এই পরিষেবায় একদিকে যেমন তাদের ভয়ের আশঙ্কা কেটে গেল অন্যদিকে এইসব এলাকায় গাড়ি পাওয়া একটু মুশকিল তাই সরকারি বাস পাওয়ায় তারা উপকৃত হল। #siliguri #siligurinews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?