Siliguri : উল্টো রথ উপলক্ষে বিশেষ পুজো

Siliguri : উল্টো রথ উপলক্ষে বিশেষ পুজো

Jun 28, 2023 - 14:27
 0  2

আজ উল্টো রথ। উল্টোপাল্টা উপলক্ষে বিশেষ পুজো। প্রত্যেক বছর সারা বিশ্বের পাশাপাশি শিলিগুড়ি ইসকন মন্দিরের পক্ষ থেকে মহা ধুমধামের সাথে পালিত হয় রথযাত্রা উৎসব। এবছর ইসকন মন্দিরের পক্ষ থেকে শিলিগুড়ির সূর্যনগর মাঠে তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। কার্যত এবছর এলাকায় গুন্ডিচা মন্দির তৈরি হওয়াতে খুশি স্থানীয়রা। প্রতিদিনই অস্থায়ী মন্দিরে ভিড় জমাচ্ছে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ভক্তের দল। উল্টো রথের দিন বিশেষ পুজোতে দেখা গেলো ভক্তদের ভিড়। বুধবার দুপুরে জগন্নাথ দেবের রথ সূর্যনগর মাঠ মাসির বাড়ি থেকে শহর শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছাবে ইসকন মন্দির। তার আগে গুন্ডিচা মন্দির পুজো অর্চনার পাশাপাশি উল্টো রথ উপলক্ষে সকাল থেকে রথকে সাজানোর কাজ করছে শিল্পীদের দল। মনে করা হচ্ছে উল্টো রথে প্রচুর ভক্ত সমাগমে হবে এদিন। পাশাপাশি উল্টো রথ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রেখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এদিন মন্দিরে স্থানীয় ও দূরপাল্লার ভক্তদের পাশাপাশি মন্দিরে পুজো দিতে এসেছিলেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল। তিনি জানান ইসকন মন্দিরের উদ্যোগে ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করার উদ্যোগে খুশি স্থানীয়রা। প্রায় প্রতিদিনই প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এলাকায়, এবছরের মতন আগামী বছরও মন্দির কর্তৃপক্ষ এখানেই গুন্ডিচা মন্দির তৈরি করবেন বলে আশাবাদী কাউন্সিলর লক্ষী পাল। #newstoday #banglanews #news #rathyatra #siliguri #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow