South24pgs : স্বপ্ন পূরণ হতে চলেছে : U Bangla TV
South24pgs : স্বপ্ন পূরণ হতে চলেছে : U Bangla TV
দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরবাসি সহ গোটা দেশবাসীর। মুড়িগঙ্গা নদীর ওপরে তৈরি হচ্ছে সেতু আর যা তৈরি হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুন্যার্থীরা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে। কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার আর এই গঙ্গাসাগরের পূণ্যভূমিতে মোক্ষ লাভের আশায় শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় নয় সারা বছরই লাখো লাখো পুন্যার্থী আসে এই গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর ওপরে এই সেতু তৈরি হলে খুব সহজেই পুর্নার্থীরা পৌঁছাতে পারবে গঙ্গাসাগরে। ২০২৪ -২৫ অর্ধবর্ষে বৃহস্পতিবার রাজ্যের বাজেট অধিবেশনে এমনটাই জানানো হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপরে তৈরি হতে চলেছে ৩.১ কিলোমিটার দীর্ঘ সেতু যা লড নাম্বার এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে। যার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে তিন বছর। যার জন্য ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে প্রথম বছরের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সেতুটি তৈরি হলে শুধুমাত্র পূর্ণার্থীদের যাতায়াতের সুবিধা হবে না। বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এমনটাই মনে করছে রাজ্য সরকার। মূলত গঙ্গাসাগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা আসে এই গঙ্গাসাগরের পূণ্য ভূমিতে কিন্তু সেখানে নদীতে জোয়ার ভাটা থাকার কারণে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয়। যার ফলে ভোগান্তির শিকার হতে হয় তাদের। পাশাপাশি সাগর বাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু বন্ধন হলে তাদেরও জীবনযাত্রার অনেকটাই মানোন্নয়ন হবে। তবে দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা করা হলেও ফল লাভ হচ্ছিল না কোন কিছুই। বৃহস্পতিবার এর বাজেট অধিবেশনের পর এই মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হওয়া গঙ্গাসাগর সেতুর খবর সাগর বাসীর কাছে এসে পৌঁছাতেই সকাল থেকেই তারা আনন্দে উচ্ছাসিত হয়ে পড়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের। #south24pargana #south24pargananews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?