Siliguri : গরমের ছুটি নিয়ে ধোঁয়াশা উত্তরবঙ্গ জুড়ে : U Bangla TV
Siliguri : গরমের ছুটি নিয়ে ধোঁয়াশা উত্তরবঙ্গ জুড়ে : U Bangla TV
উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ অর্থাৎ সর্বত্রই উত্তাপ বাড়ছে। এরইমাঝে গত পয়লা এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবারের গরমের ছুটির যে দিনক্ষণ ঘোষণা হয়েছে তাতে আগামী ৬ই মে থেকে ২-জুন গরমের ছুটি রয়েছে এ-রাজ্যে। তবে এই নতুন নির্দেশিকায় প্রায় ১৫দিন ছুটি বেশি ঘোষণা করা হয়েছে । এর আগের নির্দেশিকায় ৯ই-মে থেকে ২০-মে গরমের ছুটির ঘোষণা করার কথা হয়েছিল। তবে এখন তা অনেকটাই পরিবর্তন করা হয়েছে রাজ্য জুড়ে। মূলত স্কুলগুলিতে নির্বাচনের বুথ করার জন্যই এই বদল বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গের ছবিটা একদমই আলাদা। কারণ, রাজ্যে সাত দফা লোকসভা নির্বাচনের মধ্যে প্রথম ৩-দফার নির্বাচন রয়েছে উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে। যার মধ্যে ১৯-এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে নির্বাচন ও ২৬-এপ্রিল দার্জিলিং কালিম্পঙ ও দুই দিনাজপুরে নির্বাচন রয়েছে। এই নির্বাচনের ফলে বন্ধ থাকবে উত্তরবঙ্গের একাধিক স্কুল। বাদ থাকবে না শহর শিলিগুড়ির স্কুলগুলিও। ইতিমধ্যেই শিলিগুড়ির একাধিক স্কুলে বাতিল হয়েছে প্রথম দফার পরীক্ষা ও আগাম গরমের ছুটিও কিছু কিছু স্কুলে জানিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে অতিরিক্ত ছুটি ঘোষণায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের। ছুটি ঘোষণা হয়েছে সেই বিষয়েও খুব একটা ভালো মতো জানেন না অনেকেই। অপরদিকে ছুটি বেশি থাকলে অনেক সময় অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয় সরকারের তরফে। তবে এই অনলাইন ক্লাসের বিরুদ্ধে রয়েছে অধিকাংশ পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। তাদের অভিযোগ স্কুল ক্লাসের বিকল্প কোনোদিনই অনলাইন ক্লাস হতে পারে না। #siliguri #siligurinews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?