Malda : ঈদ উপলক্ষে মালদা শহরের বিভিন্ন বাজার সেমাই ও লাচ্ছা বিক্রির জন্য সেজে উঠেছে : U Bangla TV

Malda : ঈদ উপলক্ষে মালদা শহরের বিভিন্ন বাজার সেমাই ও লাচ্ছা বিক্রির জন্য সেজে উঠেছে : U Bangla TV

Apr 5, 2024 - 13:49
 0  8

পবিত্র রমজান মাস উপলক্ষে ঈদ মোবারক হতে চলেছে আগামীতে । হাতে গোনা আর রয়েছে কয়েকটা দিন বাকি , আর তারি উপলক্ষে বাজারে উঠেছে বিভিন্ন ধরনের সেমাই ও লাচ্ছা। মালদা জেলার বিভিন্ন বাজারে সেমাই ও লাচ্ছা বিক্রেতারা সাজিয়ে বসিয়েছেন দোকান । সেমাই ও ল্যাচা ব্যবসায়ী গোলাম হুসেন জানান যে, গেল বছরের তুলনায় এ বছর ব্যবসা ভালো নয় । কারণ বেচা কেনা সেরকম নেই বল্লেই চলে । ল্যাচা ও সেমাই ব্যবসায়ী গোলাম হুসেনের কাছে থেকে জানা যায় এবছরে ল্যাচা ও সেমাই এসেছে বিভিন্ন জায়গা থেকে । ভাগলপুরের ল্যাচা ও সিমাই দাম রয়েছে ১৩০ টাকা কিলো , রায়গঞ্জের এর ল্যাচা রয়েছে ১২০ টাকা কিলো , কালিয়াচকের ল্যাচা দাম রয়েছে ১৬০ টাকা কিলো । আগামী দিনে ভালো বেচাকেনা হবে বলে আশায় রয়েছেন বিক্রেতারা । #malda #maldanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow