Siliguri : আন্দোলনের নামলো বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি |
Siliguri : আন্দোলনের নামলো বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি |
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনৈতিকভাবে ৬জন অস্থায়ী কর্মী নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল দুই সংগঠনের সদস্যরা। অভিযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছে। তাদের স্থায়ীকরণের সুরাহা না করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার বিরোধীতায় এই ঘটনা। গত কয়েকদিন আগে নিয়োগ বিরোধিতায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ নূপুর দাসের কাছে স্মারকলিপি জমা দিল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। তবে স্মারকলিপি প্রদান করার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় এমনই অভিযোগ সংগঠনের। তবে এই নিয়োগ বাতিল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন হুঁশিয়ারি দুই সংগঠনের। #newstoday #newsvideo #current_affairs #siliguri @ubanglatvofficial
What's Your Reaction?