Bankura : মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ঋণের টাকা আত্মসাৎ করে দুই ব্যক্তি |
Bankura : মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ঋণের টাকা আত্মসাৎ করে দুই ব্যক্তি |
বাঁকুড়ার ইন্দাস থানার সাহসপুর এলাকায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ঋণের টাকা আত্মসাৎ করে গাছে বাঁধা পড়লো দুই ব্যক্তি। ওই মহিলা গোষ্ঠী, এক পরিচিতা মহিলার প্রতারণার শিকার হয়ে মাইক্রোফিনান্স থেকে বাড়ি তৈরির জন্য ২৫ হাজার টাকা ঋণ নেয়। সেই টাকা মহিলা গোষ্ঠীর হাতে না পৌঁছে, গোষ্ঠীর নথিপত্র ও বায়োমেট্রিক কার্ড ব্যবহার করে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি সেন্টারের মালিক সার্থক নন্দী এবং জনৈক প্রভাবশালী ব্যক্তি নীসাকর খাঁ আত্মসাৎ করে। পরে মাইক্রো ফাইন্যান্স থেকে কর্মীরা ঋণের টাকা আদায় করতে এলে, বিষয়টি মহিলা গোষ্ঠীর নজরে আসে। চম্পা বাগদী সহ মহিলা গোষ্ঠীর অন্যান্যরা জানায়, আমরা প্রতারিত। #newstoday #newsvideo #current_affairs #bankura #bankura_news @ubanglatvofficial
What's Your Reaction?