Siliguri : আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

Siliguri : আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

Jul 1, 2023 - 18:34
 0  19

শুক্রবার গভীর রাতে গুলি বিদ্ধ অবস্থায় এক ব্যাক্তিকে উদ্ধার করে স্থানীয়রা।গুলিতে আহত ব্যক্তি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে,শিলিগুড়ির খাইখাই বাজারের বাসিন্দা গৌরব সূত্রধর শিলিগুড়ি ডাবগ্রামের বাসিন্দা গৌরব চক্রবর্তী শিলিগুড়ি সেবকরোডের একটি বারে কাজ করত।প্রতিদিনের মত গতকাল রাতে একটি বাইকে তারা বাড়ী ফিরছিলো।খাইখাই বাজারে এসে দুজনের মধ্যে বচসা শুরু হয়।সেই সময় আচমকা বন্দুক বের করে গৌরব চক্রবর্তীকে গুলি চালায় গৌরব সুত্রধর।গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা বেড়িয়ে এলে গৌরব সুত্রধর চম্পট দেয়।আহত গৌরব চক্রবর্তীকে ভর্তী করানো হয় হাসপাতালে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ।গৌরব সূত্রধরকে গ্রেফতার করে এবং গৌরব সূত্র ধর কে জিজ্ঞাসাবাদ করার পরে ফাক দই বাড়ি রঞ্জিত মোরের বাসিন্দা,রতন ঘোষের বাড়ি থেকে একটি ৭.৬৫ অটোমেটিক পিস্তল এবং ২ রাউন্ড গুলি যার মধ্যে একটা ফায়ার করা অবস্থায় উদ্ধার করে।রতন ঘোষ কেউ গ্রেফতার করে পুলিশ।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য দুজনকে জলপাইগুড়ি আদালতে প্রেস করে ও সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় ভক্তিনগর থানার পুলিশ। #breakingnews #today_breaking_news #banglanews #siligurinews #westbengal #newstoday #viralnews #viralvideo  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow